বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৮:২৩

কচুয়ায় দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আলমগীর তালুকদার
নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কচুয়ায় দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাত আড়াইটার সময় উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের পাশাপাশি দু বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। রাতে গ্রামের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব নেছার আহমেদের বৃদ্ধ বাবা-মাকে দেখাশুনা করার দায়িত্বে থাকা তার ভগ্নিপতি ফরিদ হোসেন ও পাশের বাড়ির মিজানুর রহমানের বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ভিতরে থাকা সবার হাত পা ও মুখ বেঁধে ফেলে।

এ সময় শোকেস ও আলমিরা ভেঙ্গে দু ঘর থেকে নগদ ১লাখ ৫৭ হাজার টাকা ও ৩ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাক চিকিৎকারে পাশের বাড়ির লোকজন এসে কচুয়া থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত জব্দ করে।ক্ষতিগ্রস্ত মো. মিজানুর জানান, ডাকাত দল ভেতরে প্রবেশ করে আমাকে আওয়াজ করার কথা নিষেধ করে বলে, আওয়াজ করলে গুলি করবো। এরপর আমার ও পরিবারের অন্য সদস্যদের হাত, পা, মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়।

অপর পরিবারের ভুক্তভোগী সরকারি কর্মচারী ফরিদ হোসেন বলেন, আমার শ্বশুর বাড়িতে বৃদ্ধ শশুর ও শাশুড়ি ছাড়া আর কেউ থাকে না। তাদের দেখভাল করার জন্যে ২০ বছর যাবত আমি আমার স্ত্রী ও সন্তানাদি নিয়ে এ বাড়িতে বসবাস করে আসছি। ডাকাত দল ঘরে প্রবেশ করেই দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের সকলের হাত, পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেয়।

ওসি মো. আজিজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দু পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়