প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৩১
চালকের চোখে ঘুম......
মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ওমান প্রবাসী একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে।
|আরো খবর
বুধবার (৬ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী- লক্ষ্মীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা (৫৫), ভাবী লাবণী (৩০), ভাতিজি রেশমী( ৮) ও লামিয়া ( ৯), নানী ফয়জুন্নেসা (৮০), মেয়ে মিম (২) ও স্ত্রী কবিতা (২৪) । তারা লক্ষ্মীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লী গ্রামের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত এক প্রবাসী পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর ৫টা সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ৭জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।