শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:৩৪

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে ওজিএসবি'র ফলদ চারা বিতরণ

বাদল মজুমদার
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে ওজিএসবি'র ফলদ চারা বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওজিএসবির পক্ষ থেকে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে ফলদ বৃক্ষ প্রদান করা হয়েছে। বুধবার (৫ মার্চ ২০২৫) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, ডা. বিশ্বনাথ পোদ্দার, হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ছাবেরা ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল আজম, আইটি কর্মকর্তা উজ্জ্বল হোসাইন প্রমুখ।

ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওজিএসবি চাঁদপুর জেলা শাখার আয়োজনে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও বৃক্ষের চারা বিতরণ করছি। বৃক্ষ মানুষকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফল দেয় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করে। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে আরো জনহিতকর কার্যক্রম সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়