বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৫:৫৬

রোববার ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা

প্রবীর চক্রবর্তী
রোববার ফরিদগঞ্জ  স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা

মহামারী করোনাভাইরাস সংক্রমনের দুর্যোগকালীন সময়ে ফরিদগঞ্জ উপজেলায় দুই ডজনেরও বেশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এদের অনেকেরই অক্সিজেন ব্যবহারের উপর কোনো প্রশিক্ষণ না থাকায় অক্সিজেন ব্যবহারকারী রোগীর ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই এসব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয়দের নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অক্সিজেন সেবা নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছেন।

রোববার ( ৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার কামরুল হাসান।

তিনি জানান, ফরিদগঞ্জে করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করা সংগঠনগুলোকে অক্সিজেন সেবা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবহারবিধি বিষয়ে আমরা যতটুকু সম্ভব জানাতে চেষ্টা করব। আশা করছি,এখানে যারা কর্মশালায় অংশ নেবেন , তারা আবার সংগঠনগুলোর বাকি সদস্যদের এই বিষয়ে জানাবেন। ফলে করোনাকালীন সময়ে অক্সিজেন সেবাদানকারী সংগঠন গুলো একটি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করতে সক্ষম হবে। কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনক্রমেই অক্সিজেন ব্যবহার করা উচিত নয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান জানান, আমি চেষ্টা করেছি যে সকল সংগঠনগুলো অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে একটি প্লাটফর্মে নিয়ে এসে চিকিৎসকের পরামর্শ বিষয়ে একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমার অনুরোধ বিবেচনা করে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। একই সাথে আমি চেষ্টা করছি অক্সিজেন সিলিন্ডার রিফিল এর জন্য ফরিদগঞ্জে কোন ব্যবস্থা করা যায় কিনা। আবুল খায়ের গ্রুপ আমাকে এই বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়