প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৯:৫৭
ঢাকাস্থ কচুয়া সমিতির নতুন কমিটি গঠন

ঢাকাস্থ কচুয়া সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল ২০২৫) ঢাকাস্থ কাকরাইল স্কাউট ভবনের শামস মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে পিএসসি ও কর কমিশনের সদস্য ডা. মো. আমিনুল ইসলামকে সভাপতি এবং ডিআইজি (এডমিন, পুলিশ হেড কোয়ার্টার) কাজী মো. ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যেটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। কমিটির গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আ.হ.ম. মনিরুজ্জামান দেওয়ান মানিক, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, শহীদুল্লাহ কায়সার, মো. সিরাজুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।