সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২০:১২

চাঁদপুরে গ্রাম আদালত বিষয়ে অংশীজনদের সাথে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরে গ্রাম আদালত বিষয়ে  অংশীজনদের সাথে সমন্বয় সভা
চাঁদপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভার দৃশ্য।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প থেকে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে, জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে 'গ্রাম আদালত কার্যক্রম' সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, সহকারী পরিচালক, স্থানীয় সরকার, রহমত উল্লাহ। প্রকল্প বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন মমতাজ বেগম, জেলা ম্যানেজার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, চাঁদপুর।

সভায় আলোচ্য বিষয়গুলো ছিলো : সভার উদ্দেশ্য বর্ণনা, গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপসমূহ, সালিস ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ, এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, বাংলোদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি, প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে উপস্থাপনা।

উন্মুক্ত পর্বে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় উপস্থিত অংশীজনদের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত সেশন পরিচালনা করেন উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। সকলের মতামতের পর সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভা সমাপ্ত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়