প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪
মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

মৌলভীবাজারে তিন জেলার মোহনা শেরপুরের কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করেন নদী পাড়ে। তাদের মুহূর্মুহু করতালিতে মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।
|আরো খবর
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সদর উপজেলার কুশিয়ারা নদীর আলীপুর এলাকা থেকে শেরপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দূরত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে ১৩টি নৌকা অংশ নেয়।
বাইচে অশং নেওয়া প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টিনন্দন পোশাক ছিলো আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।
হামরকোনা নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি মো. কর্নেল আহমদ জানান, মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্যে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তবে পৃষ্ঠপোষকতা পেলে আরও বড়ো পরিসরে এই নৌকা বাইচের আয়োজন আগামীতে করতে চান।
অংশগ্রহণকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে সন্ধ্যা ৬ টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
কর্নেল আহমদের সভাপতিত্বে এবং মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মুকিত, বদরুল আলম, ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর সোহান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ।
নৌকা বাইচে প্রথম পুরস্কার (মোটর সাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের তরী এবং নবীগঞ্জের গুতগাও-এর তরী ২য় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে। তাছাড়া তৃতীয় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে কানাইশাহর তরী ও চতুর্থ পুরষ্কার (এলইডি টিভি) ইব্রাহিম শাহ’র তরী অর্জন করে ।