সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২০:০৪

পুরাণবাজারে বেপরোয়া সিএনজির ধাক্কায় মোয়াজ্জিনের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারে বেপরোয়া সিএনজির ধাক্কায় মোয়াজ্জিনের মৃত্যু

চাঁদপুর শহরের পুরাণবাজার পলাশের মোড় বেপরোয়া গতির একটি সিএনজির ধাক্কায় সেকান্তর হাজী (৭০) নামে এক স্কুল মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ( ২১ এপ্রিল ২০২৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দেওয়ান আবুল খায়ের সড়কের ওহাব হাওলাদার বাড়ির বাসিন্দা ও ভূষি ব্যবসায়ী ইব্রাহিমের পিতা। নিহত সেকান্তর হাজী মধুসূদন হাই স্কুল মসজিদে স্থানীয় মুরুব্বী হিসেবে আজান দিতেন। গেল রমজান মাসে এই মসজিদে তিনি এতেকাফে বসেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকার কিশোর বয়সী এক ছেলে তার আর দুই বন্ধুকে নিয়ে সিএনজি অটোরিকশা চালাতে গিয়ে বৃদ্ধ সেকান্তর হাজীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় তিনি ফার্মেসি থেকে ওষুধ কেনার জন্যে রাস্তা পার হচ্ছিলেন। রোববার রাত আটটার সময় পুরাণবাজার পলাশের মোড়ে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার (২১ এপ্রিল ২০২৫) তিনি মারা যান।

এই ঘটনায় ঘাতক সিএনজিটি স্থানীয়রা আটক করে রেখেছে। সোমবার বাদ এশা পুরাণবাজার ঐতিহাসিক বড় মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়