প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২০:০৪
পুরাণবাজারে বেপরোয়া সিএনজির ধাক্কায় মোয়াজ্জিনের মৃত্যু

|আরো খবর
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকার কিশোর বয়সী এক ছেলে তার আর দুই বন্ধুকে নিয়ে সিএনজি অটোরিকশা চালাতে গিয়ে বৃদ্ধ সেকান্তর হাজীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ওই সময় তিনি ফার্মেসি থেকে ওষুধ কেনার জন্যে রাস্তা পার হচ্ছিলেন। রোববার রাত আটটার সময় পুরাণবাজার পলাশের মোড়ে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সোমবার (২১ এপ্রিল ২০২৫) তিনি মারা যান।
এই ঘটনায় ঘাতক সিএনজিটি স্থানীয়রা আটক করে রেখেছে। সোমবার বাদ এশা পুরাণবাজার ঐতিহাসিক বড় মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।