প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৯:৪৮
পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চাঁসক ছাত্রদলের মানববন্ধন

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক) শাখা ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। সোমবার (২১ এপ্রিল ২০২৫) সকাল এগারোটায় কলেজ চত্বরে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ ছাত্রদলের জেলা, পৌর, উপজেলা এবং কলেজ শাখা নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। কলেজ শাখা ছাত্রদলের এই কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যার ঘটনাকে একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে হামলায় সরাসরি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
|আরো খবর