প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২০:৪০
টোরা মুন্সিরহাট বাজারে আগুন : পুড়েছে গাড়িসহ পাঁচ দোকান

ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর ইউনিয়নের টোরা মুন্সিরহাট বাজারের পশ্চিম পাশে, ব্রিজের দক্ষিণ পাশে রহমতুল্লাহর মার্কেটে আগুন লেগে একটি টিআরএক্স মাইক্রো গাড়িসহ পাঁচটি দোকান পুড়েছে। আগুনে দোকানের অনেক মালামাল পুড়ে গেছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার দুপুরে সব দোকান বন্ধ থাকাবস্থায় রহমতুল্লাহ মার্কেট থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা ডাক চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফরিদগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা গাড়ির ওয়ার্কশপের সমস্ত মালামাল এবং দোকানের ভাড়াটিয়া মুন্সিরহাটের সোহাগের মালিকানাধীন টিআরএক্স মাইক্রো গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশে থাকা আরেকটি ডেকোরেটরের দোকানের সামান্য ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকার কয়েকজন জানান, সোহাগ স্থানীয় বুলাচর গ্রামের ছেলে। সোহাগ রহমাতুল্লাহ মার্কেটের চারটি দোকান নিয়ে ১টিতে নিজের গাড়ি রাখে এবং তিনটিতে ওয়ার্কশপের মালামাল রাখে ও কাজ করে। দুপুর বেলায় কী কারণে বা কীভাবে আগুন লাগলো তা আমরা বুঝতে পারছি না। সোহাগের এই ক্ষয়ক্ষতির জন্যে প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা কামনা করছি।
এ সময় সোহাগের সাথে কথা হলে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, কী আর বলবো, সবতো পুড়ে শেষ হয়ে গেলো। দীর্ঘ পরিশ্রম করে ব্যবসাটিকে সাজিয়েছিলাম। কয়েকদিন আগে ৩০ লক্ষ টাকা দিয়ে টিআরএক্স গাড়িটি কিনেছি। দোকানে কয়েক লক্ষ টাকার মালামাল ছিলো। কিন্তু মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেল। তিনি আরো বলেন, এনজিও ও সমিতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছি। এই মুহূর্তে সরকারিভাবে সহযোগিতা বা কারো সহযোগিতা না পেলে আমাকে পথের ফকির হতে হবে। তিনি বলেন, তার সব মিলিয়ে পঞ্চাশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও অন্যদের সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এমন ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।