সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৪

আইফার ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

সুন্দর ফরিদগঞ্জ বিনির্মাণে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে

------মোতাহার হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জ প্রতিনিধি
সুন্দর ফরিদগঞ্জ বিনির্মাণে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে

ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন ‘ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার প্রদানপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সভাপতি জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রায় ৯৫ পার্সেন্ট মানুষ মুসলমান। সংগত কারণে আমাদের ইসলামের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে এবং মানতে হবে। বিগত স্বৈরাচার সরকারের অন্যতম প্রধান টার্গেট ছিলো ইসলাম। সে জন্যে তারা ইমাম, খতিব, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করে রাখতো। জুমাবারে মসজিদের খুতবা তারা নির্ধারণ করে দিতো। তাদের পছন্দের হুজুর না হলে মাহফিল বন্ধ করে দিতো। এক কথায় ওয়ায়েজিনদের টুটি চেপে ধরেছে বিগত সরকার। সবার বাক্ স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। এভাবেই কেটেছে আমাদের ১৬টি বছর। আজ সবাই স্বাধীন, যে যার মতো করে অনুষ্ঠান করতে পারছে। তিনি বলেন, সুন্দর ফরিদগঞ্জ বিনির্মাণে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে আমাদের কাজে গতি আসবে। ভবিষ্যতে শুধু ইসলামী কালচারাল প্রোগ্রামই নয়, এর সাথে যুক্ত করতে হবে বিজ্ঞান, গণিত প্রতিযোগিতা। যাতে করে এ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম সবদিক থেকে দক্ষ হিসেবে গড়ে ওঠে। রোববার (২০ এপ্রিল ২০২৫) দুপুরে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রোগ্রাম অর্গানাইজার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আইফা পাঠাগার সভাপতি মকবুল আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তুলাতলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মাহাবুবুল আলম বাবলু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইয়াছিন পাটওয়ারী, হামদ ও নাত পরিবেশন করে সাবরিনা ইমাম সুবহা ও তানহা আক্তার আয়াত। কবিতা আবৃত্তি করেন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মিফতাহুল জান্নাত। প্রতিযোগিতায় ৩টি ইভেন্টের ৮টি বিভাগের ৩২জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়