বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৩

কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর  সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

স্মার্ট লাইভস্টক ও স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রাণিসম্পদের উৎপাদনবৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজর সৃষ্টি ও জনসাধারনের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় কচুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির গরু, ছাগল, ঘোড়া, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি, তিতির, কোয়েল, কবুতর, টার্কি সহ দৃষ্টিনন্দন পোষা প্রাণি ও পাখির নজরকাড়া সমাবেশ ছিলো লক্ষ্য করার মত।

শনিবার সকালে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।

ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. আমেনা আক্তারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখনে, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন সুমন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মবিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. দিলরুবা সাথী ও ডা.এইচ এম জামশেদ আজাদ প্রমূখ।

আলোচনা শেষে প্রদর্শনীতে অংশগ্রহনকারী বিভিন্ন ক্যাটাগরির ১৯জন সফল খামারির মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দিন ব্যাপি এই প্রদর্শনীতে কচুয়া উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়