শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ১৯:৩২

অবশেষে অপসারিত হলো বাবুরহাট স্কুলের সামনের অটো স্ট্যান্ড

পৌর মেয়রকে কৃতজ্ঞতা প্রকাশ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অবশেষে অপসারিত হলো বাবুরহাট স্কুলের সামনের অটো স্ট্যান্ড
প্রতীকী ছবি

অবশেষে অপসারিত হয়েছে বাবুরহাট স্কুলের সামনে থেকে অটো স্ট্যান্ড। দীর্ঘদিন চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে অটো স্ট্যান্ড বসিয়ে সেখান থেকে চাঁদা তুলতে একটি মহল। এদের ছত্র-ছায়ায় সেখানে তাদের একটি গ্যাংও সৃষ্টি হয়েছিলো। দৈনিক চাঁদপুর কণ্ঠে দীর্ঘ চার বছরে একাধিকবার সংবাদ প্রকাশের পর পৌর মেয়রের হস্তক্ষেপে অবশেষে অপসারিত হয়েছে স্কুলের সামনে থাকা সেই অটোস্ট্যান্ড। পৌর মেয়র হস্তক্ষেপে স্কুলের সামনে থেকে অটো স্ট্যান্ড অপসারণে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকগণ।

উল্লেখ্য, গত ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বাবুরহাট স্কুলের সামনে অটোস্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উক্ত অভিযোগে উল্লেখ করা হয় বিদ্যালয়ের সামনে থেকে অটোস্ট্যান্ড বসিয়ে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। অটো স্ট্যান্ডকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মাদকসেবী ও বখাটেদের আড্ডা জমে এবং এ আড্ডা থেকে বিদ্যালয়ের ছাত্রীরা ইভটিজিং ও অপহরণের শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে প্রতিদিনই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান।

এর আগে করোনাকালীন সময়ের পূর্বে স্থানীয় কয়েকজন উদ্যোগ নিলেও সরাতে পারেনি এই অটোস্ট্যান্ডটি। জানা যায়, এই অটোস্ট্যান্ডটি ছাত্রলীগের ছত্রছায়ায় পরিচালিত হতো। ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা প্রতি অটো থেকে ৩০ থেকে ৪০ টাকা দিনপ্রতি আদায় করে বলে জানা যায়।

বিষয়টি নিয়ে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ‘বাবুরহাট স্কুলের সামনে অটোস্ট্যান্ড বসিয়ে ছাত্রলীগের চাঁদাবাজি ইভটিজিংয়ের শিকার ছাত্রীরা’ এই শিরোনামে দৈনিক চাঁদপুর কণ্ঠেও সংবাদ প্রকাশিত হয়।

ওই সংবাদেও এই অটোস্ট্যান্ডকে কেন্দ্র কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বলে উল্লেখ করা হয়। এই কিশোর গ্যাংয়ের সদস্যরাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানা রকম বিশৃঙ্খল কাজে জড়িয়ে পড়ছে ও বিদ্যালয়ে আগত ছাত্রীদের এবং এই সড়কে চলাচলকারী কিশোরীদের উত্ত্যক্ত করছে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়