শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯

হাজীগঞ্জ-ঢাকা রুটে সুরমা পরিবহনের উদ্বোধন

হাজীগঞ্জ-ঢাকা রুটে সুরমা পরিবহনের উদ্বোধন
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ থেকে কচুয়া হয়ে ঢাকা কিংবা ঢাকা থেকে কচুয়া হয়ে হাজীগঞ্জে বিলাস বহুল নতুন বাস সুরমা পরিবহনের সার্ভিস চালু হয়েছে। রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ।

এ সময় তিনি ফিতা কেটে হাজীগঞ্জ টু ঢাকা ও ঢাকা টু হাজীগঞ্জে চলাচলকৃত সুরমা পরিবহনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুরমা পরিবহন কর্তৃপক্ষ জানান, ২৫টি সুরমা বাস নিয়ে যাত্রা শুরু করা হয়েছে। এখন থেকে মাত্র ২শ’ ২০ টাকা দিয়ে হাজীগঞ্জ ঢাকা যাতায়াত করা যাবে। এর আগে দীর্ঘ ৩৬ বছর সুনামের সাথে সুরমা পরিবহন কচুয়া টু ঢাকা সার্ভিস দিয়ে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন সুরমা পরিবহনের মালিক সমিতির সভাপতি ও কচুয়া উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রধান, সদস্য মোঃ এমদাদ হোসেন পাটওয়ারী।

এছাড়াও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (১২২০) সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, সুরমা পরিবহনের হাজীগঞ্জ কাউন্টারের পরিচালক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ পরিবহন সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়