শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

লাওকোরায় আলোচনা জামায়াতের সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি ॥
লাওকোরায় আলোচনা জামায়াতের সভা ও দোয়া মাহফিল

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে হাজীগঞ্জের লাওকোরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ লাওকোরায় জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সভায় ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুনাব্বের হোসাইন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

ওই সময় তিনি বলেন, ৫ আগস্টের পর আবার পূর্বের রূপে ফিরে যেতে বিভিন্ন মহল কাজ করছে। এসব বন্ধ করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুসংগঠিত সংগঠন। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এ সংগঠন কাজ করবে।

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা কে এম আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ উপজেলা শাখার আমীর কলিম উল্ল্যাহ ভূঁইয়া, হাজীগঞ্জ পৌরসভা শাখার আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী, নায়েবে আমীর মুজাম্মেল হোসেন মজুমদার পরান সহ স্থানীয় জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

অনুষ্ঠানে ওই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. জয়নাল আবেদীন সহ হাজীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়