প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে ত্রাণ কার্যক্রমে অগ্রাধিকারযোগ্য স্থানগুলো
শাহরাস্তি উপজেলায় যে সকল সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ সহায়তার উদ্যোগ নেবে, তারা অনুগ্রহপূর্বক নি¤েœ উল্লেখিত এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়ার জন্যে অনুরোধ জানানো হয়েছে : (১) সুচিপাড়া উত্তর ইউনিয়ন : দৈকামতা, নবাবপুর, চাঁদপুর, শোরশাক, সুচিপাড়া; (২) রায়শ্রী উত্তর ইউনিয়ন : চন্ডিপুর, উল্লাশ্বর, রায়শ্রী-১,২, উলকিলা, আতাকরা, খামপাড়, হাটপাড়, দাদিয়াপাড়া; (৩) রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন : ঘুঘ্রুচপ, খিলা, কৃষ্ণপুর, বেরনাইয়া, শিবপুর, রঘুরামপুর, নাহারা, পরানপুর, বেরকী, কুরকামতা, বিজয়পুর; (৪) চিতোষী পূর্ব ইউনিয়ন : ঘড়িমন্ডল, চকবস্তা, খলেঙ্গা, চিতোষী, চান্দেল, কালাচৌ, মনিপুর, পাঞ্চাইল; (৫) চিতোষী পশ্চিম ইউনিয়ন : দৈয়ারা, পাথৈর, আয়নাতলী, স্বেতিনারায়ণপুর, কোয়ার; (৬) সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন : হাকামতা, কৃষ্ণপুর, সংহাই, মনোহরপুর, নরিংপুর, শ্যামপুর, কেশরাঙ্গা; (৭) মেহের উত্তর ইউনিয়ন : নয়নপুর, বুরুলিয়া, প্রতিচো; (৮) মেহের দক্ষিণ ইউনিয়ন : দেবকরা, ভোলদিঘী, মালোরা, দারুনকরা, পদুয়া; (৯) টামটা দক্ষিণ ইউনিয়ন : আলিপুর, কুলশী; (১০) টামটা উত্তর ইউনিয়ন : পরানপুর, হোসেনপুর, দৈলবাড়ি, ইছাপুরা। --উপজেলা প্রশাসন, শাহরাস্তি। সূত্র : শাহরাস্তি প্রেসক্লাব, দুর্যোগ ব্যবস্থাপনা সেল।