প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
শাহরাস্তির পানিবন্দী বেশ কিছু অঞ্চল
অনলাইন ডেস্ক
শাহরাস্তি উপজেলার মনিপুর, সোনাপুর, ঘুঘুরচপ, বিজয়পুর, কুরকামতা, গ্রামখিলা, পাথৈর, নোয়াপাড়া, নুনিয়া, দৈকমতা, লাকামতা,পঞ্চনগর, ছোটতুলা, বড়তুলা, উঘারিয়া, একাতরি ও বেরনাইয়া সহ বেশ কিছু অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ডাকাতিয়া নদীর আশপাশের অঞ্চলগুলোর অবস্থা খুবই ভয়াবহ।