প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে বন্যার ভয়াবহ রূপ
শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের এলাকাগুলোতে বন্যার অবস্থা খুবই ভয়াবহ। প্রতি মিনিটেই পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও চিতোষী উত্তর-পূর্ব ইউনিয়নের কিছু গ্রামে ভয়াবহ অবস্থা চলছে। যেহেতু সবার ফোকাস ফেনী এবং লক্ষ্মীপুরের এলাকাগুলোতে, সে ক্ষেত্রে শাহরাস্তি উপজেলা এবং শাহরাস্তি উপজেলার ইউনিয়নের গ্রামগুলোতে খুব বেশি ত্রাণ সামগ্রী পৌঁছে নি। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভিড় অনেকটা বেড়ে গেছে। আশঙ্কা করা যাচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে যেতে পারে। ছবিতে বন্যা কবলিত একটি এলাকার ঘরের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।