শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

আস্থার আশ্বাস ফাউন্ডেশনের মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমের উপহার বিতরণ

শামীম হাসান ॥
আস্থার আশ্বাস ফাউন্ডেশনের মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমের উপহার বিতরণ

ফরিদগঞ্জে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী মুসল্লিদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) বিকেলে ১নং বালিথুবা ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়ামে ‘আস্থার আশ্বাস ফাউন্ডেশন’-এর মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে একই ইউনিয়নের ১৫টি মসজিদে অংশগ্রহণকারী ৩০০ জন মুসল্লির মাঝে উপহার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন খান বাহারের সঞ্চালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মোঃ আলাউদ্দিন সরকার, মোঃ দেলোয়ার হোসেন বকাউল, দেইচর মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শেখ, সংগঠনটির উপদেষ্টা ডাঃ আনোয়ার হোসেন সৈকত, ১নং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ শাহাদাত মুন্সি, সংগঠনের উপদেষ্টা অ্যাডঃ কামরুল ইসলাম রোমান ও মোঃ রাশেদ খান।

উপহার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এদিকে মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে সংগঠনের এমন কার্যক্রমের প্রশংসা করেছেন অনেকেই।

আস্থার আশ্বাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন খান বাহার এই প্রতিবেদককে জানান, আস্থার আশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা পুরো রমজান মাস বৃদ্ধ বয়সী মানুষদের জন্যে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছি। ১০টি মসজিদের তিন শতাধিক মুসল্লিকে সুন্দরভাবে প্রশিক্ষণ দেয়া শেষে আজ তাদের সাথে উপহার তুলে দিলাম। দ্বীনের খেদমতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আমরা এই ব্যবস্থাটি চালু করেছি। আমরা চারজন মিলে গত দু'বছর আগে যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের প্রচেষ্টার ফল আজকের এই আয়োজনটুকু। আস্থার আশ্বাস ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের জন্যে তথা সমাজের জন্যে কিছু করার প্রচেষ্টা অব্যাহত থাকবে সবসময়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়