শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দু যুগপূর্তি উপলক্ষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দু যুগপূর্তি উপলক্ষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া এলাকায় অবস্থিত অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দুই যুগপূর্তি উপলক্ষে উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত উল্লাহকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। ১৩ এপ্রিল শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, সমাজসেবক জাহিদুল ইসলাম দিপুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল হক ও জাতীয় ক্রিকেট দলের পেসার সাইফুদ্দিনের উপস্থিতি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কবির পাটোয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক সাইফুল্লাহ খালিদ ও মাহবুব আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল সহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বিদায়ী প্রধান শিক্ষক রহমত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, আমাকে যে সম্মান জানানো হয়েছে, তাতে আমি খুবই আনন্দিত। যারা এ আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ৩৯ বছরের শিক্ষকতা শেষে বিদায়ী শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের এ ব্যতিক্রমী আয়োজনকে সবাই সাধুবাদ জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়