শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

বাবার কাঁধে যখন ছেলের লাশ!

স্টাফ রিপোর্টার ॥
বাবার কাঁধে যখন ছেলের লাশ!

চাঁদপুর শহরের রেলওয়ে নূরানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আ. ন. ম. ফখরুল ইসলাম মাসুমের ২য় ছেলে হাফেজ আজহারুল ইসলাম ফাহিম আর বেঁচে নেই। তিনি তালতলাস্থ নিজ বাসায় ১২ এপ্রিল শুক্রবার আনুমানিক রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

শনিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের তালতলাস্থ মসজিদে গোর এ গরিবা কমপ্লেক্স প্রাঙ্গণে মরহুমের বাবার ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাবার কাঁধেই ছেলের লাশ বহন করতে দেখা গেছে। এ দৃশ্যে উপস্থিত মুসল্লিদের নীরব কান্নায় পরিবেশ নিস্তব্ধ হতে যায়। চাঁদপুর পৌরসভার তালতলাস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অনেক আলেমণ্ডওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্রসহ সাধারণ মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে।

হাফেজ আজহারুল ইসলাম ফাহিম এ বছর রেলওয়ে নূরানী জামে মসজিদে খতমে তারাবীর নামাজে ইমামতি করেন এবং ঈদের পরদিন শুক্রবার ওই মসজিদেই জুমার নামাজের আজান দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। ফাহিম ছিলেন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়