বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত
অনলাইন ডেস্ক

নাম : পীযূষ কান্তি বড়ুয়া। পিতার নাম : সুরেশ চন্দ্র বড়ুয়া (বর্তমানে প্রয়াত), মাতার নাম : পাখি রানি বড়ুয়া (বর্তমানে প্রয়াত)। ভাইবোন : ৬ বোন ৪ ভাই। বর্তমান ঠিকানা : আছিয়া ভিলা, আলিম পাড়া, চাঁদপুর। স্থায়ী ঠিকানা : হোল্ডিং নং : ৫৮/২৯, মাজার রোড, তরপুরচণ্ডী মৌজা, দেওয়ানবাড়ি সংলগ্ন, চাঁদপুর। পিতৃভূমি : গ্রাম ও ডাকঘর-চরণদ্বীপ, উপজেলা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম।

শিক্ষা-বৃত্তান্ত : এমবিবিএস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ১৯৯২-৯৩ সেশন, ৩৫তম ব্যাচ

প্রাইমারি বৃত্তি : সেন্ট প্ল্যাসিডস্ স্কুল, ১৯৮৪; জুনিয়র বৃত্তি : চট্টগ্রাম বিভাগে প্রথম, কলেজিয়েট স্কুল, ১৯৮৭। এসএসসি : সম্মিলিত মেধা তালিকায় অষ্টম, কুমিল্লা বোর্ড, কলেজিয়েট স্কুল, ১৯৯০। এইচএসসি : চট্টগ্রাম কলেজ, কুমিল্লা বোর্ড, প্রাপ্ত নম্বর ৮৫৯, ১৯৯২। পেশা : চিকিৎসা।

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে সংশ্লিষ্টতা : উপদেষ্টা-বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, দৈনিক চাঁদপুর কণ্ঠ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, পদক্ষেপ, বাংলাদেশ, চাঁদপুর জেলা চাঁদপুর কণ্ঠ ডিবেট ফাউন্ডেশন (সিকেডিএফ);

উপদেষ্টা (সাবেক) : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চাঁদপুর; সভাপতি (বর্তমান) : সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর; সভাপতি : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা; সহ-সভাপতি (সাবেক) : সুরধ্বনি সঙ্গীত একাডেমি; সিনিয়র সহ-সভাপতি (সাবেক) : বঙ্গবন্ধু লেখক পরিষদ; আহ্বায়ক : চরিত্র গঠন আন্দোলন পরিষদ, চাঁদপুর; আহ্বায়ক : সাহিত্য ও প্রকাশনা উপ-পরিষদ, বিজয় মেলা, চাঁদপুর; আহ্বায়ক (সাবেক) : ছড়া উৎসব, মোহন বাঁশী স্মৃতি সংসদ; সেক্রেটারী (২০২২-২৩)-চাঁদপুর রোটারী ক্লাব; জেলা ব্র্যান্ডিং প্রকাশনা উপ-কমিটির সদস্য; জেলা ব্র্যান্ডিং প্রকাশনার অন্যতম সম্পাদক। সঞ্চালক : জেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান।

গীতিকার : 'সেলিব্রেটিং লাইফ' জাতীয় লিরিক্স প্রতিযোগিতায় 'মা' বিষয়ক গানের গীতিকার (পুরস্কারপ্রাপ্ত)( সুরকার ও শিল্পী-প্রয়াত সুবীর নন্দী); চাঁদপুর জেলা উন্নয়ন মেলা ২০১৮-এর থিম সঙ রচয়িতা ( সুরকার কবির বকুল, শিল্পী পুলক অধিকারী), চাঁদপুর জেলা ব্র্যান্ডিং থিম সঙ রচয়িতা ( শিল্পী মৃণাল সরকার ও শিবানী দাস, সুরকার রাধাকান্ত সরকার), বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বঙ্গবন্ধুর গান ( সুরকার ও শিল্পী-শংকর আচার্য), চাঁদপুর রোটারী ক্লাবের পঞ্চাশ বছর পূর্তির থিম সঙ (সুরকার : চম্পক সাহা, শিল্পী-রূপালী চম্পক), করোনার গান ( সুরকার ও শিল্পী-মৌমিতা আচার্যী), জারি গান, স্কুল ব্যাংকিং ( সুরকার- মৃণাল সরকার, পরিবেশনায়-প্রত্ন ও তার দল), দেশাত্মবোধক জারি গান (সুরকার-মৃণাল সরকার, পরিবেশনায়-মেধা ও তার দল), মুজিববর্ষের গান ( সুরকার ও শিল্পী-শামসুল হুদা, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা থেকে মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে প্রকাশিত 'শতগানে বঙ্গবন্ধু' সংকলনে গানের কবিতার অন্তর্ভুক্তি।

নাটক সংশ্লিষ্টতা : তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা, খেলাঘর শিশু আনন্দ মেলা ১৯৮২; হবু রাজা গবু মন্ত্রী নাটকে অভিনয়, খেলাঘর চট্টগ্রাম মহানগরী; 'অনেক বাবলু অনেক রতন' নাটকে রতন চরিত্রে অভিনয়, রচনা ও নির্দেশনায়-বিশ্বজিৎ চৌধুরী, পরিবেশনায়-জুঁই খেলাঘর আসর; ‘জ্বালা’ নাটকে অভিনয়, রচনা-ঋত্বিক ঘটক, নির্দেশনা -অলক ঘোষ পিন্টু, প্রযোজনা-নান্দিকার গ্রুপ থিয়েটার; ওরা কদম আলী নাটকে অভিনয়, নির্দেশনায়-অলক ঘোষ পিন্টু, পরিবেশনায়-আইন কলেজ ছাত্র সংসদ, চট্টগ্রাম; রচনা ও নির্দেশনা-রম্য নাটক-দ্য টাইটানিক, পরিবেশনায়-চট্টগ্রাম মেডিকেল কলেজ ৩৫তম ব্যাচ।

নাট্য রচনা : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় ৬৪টি মুজিব বর্ষের প্রকল্পভুক্ত নাটক- 'শেখ মুজিবের মেয়ে'। পরিবেশনায়- শিল্পকলা একাডেমি, খাগড়াছড়ি। নাট্য রচনা (যৌথ) : গণহত্যার পরিবেশ থিয়েটার নাটক, 'মধ্যরাতের মোলহেড'। প্রযোজনা-বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পরিবেশনায়- রেপার্টরি নাট্য দল, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর। নাট্য রচনা (পথ নাটক) : জাগরণ, পরিবেশনায়- চাঁদপুর ড্রামা। সার্টিফিকেট অব রিকগনিশন : পথনাটক লিলিবানুর সংসার নাটকের মঞ্চায়ন-কুশীলব হিসেবে সার্টিফিকেট অব রিকগনিশন অর্জন।

গবেষণা : কবিয়াল ও কবিগান : একটি সাম্প্রতিক পর্যালোচনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা হতে প্রকাশিত শিল্পকলা জার্নাল 'উত্তরণ'-এ প্রকাশিত। বাংলা একাডেমি হতে প্রকাশিত 'অনুবাদ' জার্নালের সূচনা সংখ্যায় 'বৌদ্ধ সাহিত্যের ভাষ্যে ভারতবর্ষের সঙ্গীত' শীর্ষক অনূদিত প্রবন্ধ প্রকাশ। সাহিত্য একাডেমী, চাঁদপুর কর্তৃক প্রকাশিত 'ঋতুশ্রী' গ্রন্থে 'বাঙালি সংস্কৃতিতে নবান্ন' শীর্ষক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়। ইলিশের বাড়ি : ইলিশ বিষয়ক গবেষণাধর্মী জেলা ব্র্যান্ডিং ছড়াগ্রন্থ প্রকাশ, মে ২০১৭। শোকের অর্ঘ্যে বঙ্গবন্ধু : বঙ্গবন্ধুর জীবনীনির্ভর গবেষণাধর্মী কাব্যগ্রন্থ প্রকাশ ২০১৭; জনকের অমৃত জীবন : বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামকেন্দ্রিক গবেষণামূলক কাব্যগ্রন্থ প্রকাশ, মার্চ ২০২০; বদ্বীপ হতে বাংলাদেশ : বাংলাদেশের অভ্যুদয়নির্ভর গবেষণামূলক কিশোর কাব্যগ্রন্থ প্রকাশ, ২০১৮; চাঁদপুরে বঙ্গবন্ধু : গবেষণা গ্রন্থ, প্রকাশক : য়ারোয়া প্রকাশনী, বাংলা একাডেমি বই মেলা, ২০২০।

আবৃত্তি সংশ্লিষ্টতা : জেলা পর্যায়ে আবৃত্তিতে প্রথম স্থান : জাতীয় বৌদ্ধ যুব সাংস্কৃতিক প্রতিযোগিতাণ্ড১৯৮২; চট্টগ্রাম বেতারে আবৃত্তি পরিবেশন -১৯৮২; খেলাঘর চট্টগ্রাম মহানগরী আবৃত্তি পরিবেশন : আবৃত্তি শিল্পী সমন্বয় পরিষদের আয়োজনে 'সম্প্রীতির জন্য কবিতা, চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, জানুয়ারি ২০২২; আবৃত্তি পরিবেশন : আবৃত্তি সংগঠন 'কারুকণ্ঠ'র ষষ্ঠ বর্ষে পদার্পণ, ফেব্রুয়ারি ২০২২; আবৃত্তি প্রশিক্ষক, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর। আবৃত্তির বিচারকের দায়িত্ব পালন : জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা। আবৃত্তি বিষয়ে সংগঠক : উপদেষ্টা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর; সভাপতি, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সমন্বয় পরিষদ,চাঁদপুর জেলা শাখা

বিতর্ক বিষয়ক : মৌসুমী শিশু প্রতিযোগিতা, বিতর্ক, ১৯৮৮, তৃতীয় স্থান; জাতীয় শিক্ষা সপ্তাহে বিতর্ক প্রতিযোগিতা, তৃতীয় স্থান; চট্টগ্রাম মেডিকেল কলেজ আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা ও রানার্স আপ দলের দলপ্রধান; জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতাণ্ড১৯৯৮-এ অংশগ্রহণ; বিতর্ক বিষয়ক প্রশিক্ষক : চাঁদপুর বিতর্ক একাডেমি; বিতর্ক বিষয়ক বিচারক : পাঞ্জেরি-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা;

অধ্যক্ষ : চাঁদপুর বিতর্ক একাডেমি; রচয়িতা : বিতর্ক বিষয়ক গ্রন্থ : বিতর্ক বিধান, বিতর্ক বীক্ষণ; সম্পাদক : 'বিতর্কায়ন'-বিতর্ক বিষয়ক প্রকাশনা।

রচনা বিষয়ক অর্জন : স্বর্ণ পদক অর্জন ও প্রথম স্থান : ১৯৮৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপস্থিত রচনা লিখন বিষয়ে প্রথম; খেলাঘর জাতীয় বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিশেষ স্থান, জুঁই খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান।

মূল প্রবন্ধ উপস্থাপন : চাঁদপুর সাহিত্য সম্মেলন ২০১৭, চাঁদপুর সাহিত্য মেলা ২০২৩; পদক্ষেপ আন্তর্জাতিক ইলিশ,উন্নয়ন ও পর্যটন উৎসব ২০১৮,২০১৯,২০২০; নবান্ন উৎসব ২০২১ সাহিত্য একাডেমী, চাঁদপুর; উন্নয়ন মেলা ২০১৮ ও সওগাত সম্পাদক মোঃ নাসিরউদ্দীনের জন্মবার্ষিকী উদযাপন ২০১৯।

মুজিববর্ষে অর্জন : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা হতে প্রকাশিত ১০০ টা বইয়ের পাঠ পর্যালোচনার প্রথম খণ্ডে ৫টি এবং দ্বিতীয় খণ্ডে ৫টি বইয়ের আলোচক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা হতে প্রকাশিত মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রবন্ধ সংকলন 'জন্মশতবর্ষে বঙ্গবন্ধু' শীর্ষক গ্রন্থে 'বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ ' শীর্ষক প্রবন্ধ প্রকাশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা হতে প্রকাশিত মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর 'শত কবিতায় বঙ্গবন্ধু ' গ্রন্থে কবিতা প্রকাশিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা হতে প্রকাশিত মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর 'শত গানে বঙ্গবন্ধু ' গ্রন্থে গীতি কবিতা প্রকাশিত হয়। আব্দুল গাফ্ফার চৌধুরী সম্পাদিত ' বঙ্গবন্ধু, শতবর্ষে শত প্রবন্ধ' গ্রন্থে 'বঙ্গবন্ধুর সাংস্কৃতিক মানস' শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত 'বঙ্গবন্ধুকে নিবেদিত ১০০ ছড়া' গ্রন্থে ছড়া প্রকাশিত হয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির উদ্যোগে বাংলা একাডেমি হতে প্রকাশিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা' সংকলনে কবিতা প্রকাশিত হয়।

অন্যান্য অর্জন : ২০২৩ সালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২১ অর্জন; জাতীয় নজরুল জয়ন্তী ২৫ মে ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের স্ক্রিপ্ট রচয়িতা; জাতীয় নজরুল জয়ন্তী ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মুখ্য আলোচকের বক্তব্য প্রদান। ২০১৯ সালে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা কমিটির জুরিবোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর-এর পরিবেশনায় বিটিভিতে ( বাংলাদেশ টেলিভিশন) প্রচারিত অনুষ্ঠানের স্ক্রিপ্ট রচয়িতা ও গ্রন্থনাকারী, ডিসেম্বর ২০২০ সাল, আগস্ট ২০২২ সাল। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর-এর পরিবেশনায় ভয়েস টিভিতে প্রচারিত অনুষ্ঠানের স্ক্রিপ্ট রচয়িতা ও গ্রন্থনাকারী, মার্চ, ২০২২ সাল। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর কর্তৃক চতুরঙ্গ ইলিশ উৎসবে পরিবেশিত অনুষ্ঠানের স্ক্রিপ্ট রচয়িতা ও গ্রন্থনাকারী, সেপ্টেম্বর ২০২০ সাল, সেপ্টেম্বর ২০২১ সাল। বিশ্ববঙ্গ সাহিত্য সম্মাননা, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সব্যসাচী লেখক সম্মাননা ২০২৩, চর্যাপদ একাডেমি সাহিত্য পুরস্কার, প্রবন্ধ শাখা, ২০২২, নাগরিক বার্তা সম্মাননা, ছায়াবাণী মিডিয়া সাহিত্য সম্মাননা, দৈনিক পাঠক সংবাদ সম্মাননা, চতুরঙ্গ ইলিশ উৎসব সম্মাননা। জেলা প্রশাসন, চাঁদপুর আয়োজিত অমর একুশের অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর কর্তৃক পরিবেশিত 'চেতনায় বঙ্গবাণী' স্ক্রিপ্টের রচয়িতা ও গ্রন্থনাকারী। রোটারী ডিস্ট্রক্ট ৩২৮২-এ বেস্ট সেক্রেটারী ২০২২-২০২৩।

প্রকাশিত গল্প গ্রন্থ : কল্প কুসুম ( কারুবাক প্রকাশনী), টক অব দ্য কান্ট্রি, পরিবার পাবলিকেশন্স, ২০২৩

ভূতুড়ে পাখা ( শিশুতোষ, প্রসিদ্ধ পাবলিশার্স), লুই পা'র কলম ( শিশুতোষ, প্রসিদ্ধ পাবলিশার্স), মুক্তিবীর ( শিশুতোষ, য়ারোয়া প্রকাশনী); প্রকাশিত উপন্যাস : সায়নালোকে এক জীবনের সন্ধ্যায় ( পাঞ্জেরী পাবলিকেশনস্), ঘুমের মধ্যে লীলা আসে ( দৃষ্টি প্রকাশনী)।

প্রকাশিত প্রবন্ধ সংকলন : প্রজ্ঞা-প্রসূন (কারুবাক প্রকাশনী), সৃজনশস্যে বঙ্গবন্ধু ( য়ারোয়া প্রকাশনী), মননশস্যে নজরুল (অনুপ্রাণন প্রকাশনী)। গবেষণা গ্রন্থ : চাঁদপুরে বঙ্গবন্ধু ( য়ারোয়া প্রকাশনী), শিশুতোষ ছড়াগ্রন্থ : তারা মাসী চাঁদ মামা, কারুবাক প্রকাশনী।

ইলিশ ছড়াগ্রন্থ : ইলিশের বাড়ি (২০১৭), ৬৪ জেলার নামকরণ বিষয়ক ছড়াগ্রন্থ : শেকড়ের টানে ছড়া অভিযানে, মূর্ধণ্য পাবলিকেশন, ২০১৮, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক কাব্যগ্রন্থ : শোকের অর্ঘ্যে বঙ্গবন্ধু, ২০১৭, প্রকাশক : আরিফ রাসেল, জনকের অমৃত জীবন, ২০২০; ১০০ কবিতা : চৈতন্য প্রকাশনী, ২০২১; প্রণয় কাব্য, প্রতিভা প্রকাশনী, ২০১৯, তোমার নিবীতে অন্য কেউ, শৈলী প্রকাশন, ২০০৪; আমার মায়ের সুচিকিৎসা চাই, ২০১০ (কার্ড কবিতা)।

বিতর্ক বিষয়ক গ্রন্থ : বিতর্ক বিধান, টিআইবি, ২০১২; বিতর্ক বীক্ষণ, সিকেডিএফ, ২০১৪।

সম্মাননা ও পুরস্কার : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতায় বাংলা গানের লিরিক্সে বিজয়ী (২০০৯), চতুরঙ্গ সাহিত্য সম্মাননা, বিশ্ববঙ্গ সাহিত্য সম্মাননা, নাগরিক বার্তা সাহিত্য সম্মাননা, ছায়াবাণী সাহিত্য সম্মাননা, চর্যাপদ সাহিত্য একাডেমী পুরস্কার (প্রবন্ধ), চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্রকাশনার গ্রন্থিত ছড়াকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়