রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০

সোহাঈদ খান জিয়া ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শোক দিবসের কর্মসূচি আয়োজন করা হয়। এদিন সকালে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাগাদী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন। ইউপি সচিব মহিবুল আহসানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ বারেক গাজী, শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান, জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক বাহাউদ্দীন খান রবিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ উল্যাহ গাজী, ইউপি সদস্য মনির গাজী, শাহনারা বেগম, মাহফুজা বেগম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ টুটুল মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মানিক, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ মমিন গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান বিন হিরুসহ ইউনিয়ন পরিষদে কর্মরতরাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়