প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:১০
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলে বিদায় সংবর্ধনা

হাজীগঞ্জের ঐহিত্যবাহী বিদ্যাপীঠ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের স্কুল সেকশনের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল ২০২৫) সকালে স্কুল মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপ্রধানের দাযিত্ব পালন করেন অধ্যক্ষ মো. আবু ছাইদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, অভিভাবক আ.ন.ম. মফিজুল ইসলাম ও মো. মনির হোসেন ভুইয়া, সিনিয়র শিক্ষক মো. শাহজাহান মুন্সী, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও শ্যামল চন্দ্র সাহা।
এছাড়া বক্তব্য রাখেন বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, পরীক্ষার্থী নাফিসা বিনতে কামাল, শেখ নুরজাহান ও আল-আমিন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তাসনিয়া বিপ্লব ঐশি। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এ.এম. তাহমিদ ফয়সাল, হামিম সরোয়ার ও আফসানা অহনা। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রাহামুন ফেরদৌস।
শিক্ষার্থী তাহমিদ ইসমাঈল সরদার ও রাহমুন ফেরদৌসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. সাঈফ ও গীতা থেকে পাঠ করেন জয়িতা সাহা। এ সময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম অভিসহ অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।