প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২১:৪৪
'বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ' উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁদপুর জেলায় 'বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ' উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ এপ্রিল ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় তিনি বলেন, নববর্ষ হচ্ছে একটি জাতির কৃষ্টি-কালচার- সংস্কৃতি। আমরা যারা বিভিন্নজন বিভিন্ন ধর্ম পালন করি, তাদের ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে। কিন্তু বাংলা নববর্ষ সার্বজনীন উৎসব। এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রায় সার্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। তিনি উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।
সভায় আগামী সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পহেলা বৈশাখে চাঁদপুর স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে চাঁদপুর বড় স্টেশন মোলহেড প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবে। সেখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চাঁদপুর উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র তত্ত্বাবধানে নারী উদ্যোক্তাদের নিয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা রয়েছে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ঘুড়ি উৎসব, মেঘনা নদীতে নৌকা বাইচ এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান রনি, চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সূচিত্র রঞ্জন দাস, এনএসআই'র উপ-পরিচালক মো. আজিজুর রহমান, চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল মান্নান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরানবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফ. মো. শোয়ায়েব, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নুর খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, জেলার শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, উদীচীর মো. জহির উদ্দিন বাবর, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ জেলা সভাপতি মাহমুদ হাসান খান, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, উদয়ন সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, বঙ্গজের স্বজন সাহা, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অনিমা সেন চৌধুরী, নৃত্য ধারার সোমা দত্ত, সংগীত নিকেতনের স্বপন সেনগুপ্ত, সাহিত্য মঞ্চের মাইনুল ইসলাম মানিকসহ বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভার শুরুতে মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্যাপনের জন্য সমন্বয়ক কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।