প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৫
চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র্যালি

চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। রোববার (৬ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম, শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, ক্রিকেট কোচ শামিম ফারুকী, ক্লাব কর্মকর্তা সালাউদ্দিনসহ বিভিন্ন ক্লাবের সদস্যরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মার্জুক মুঈদ ঐশ্বর্য, চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর কোচ আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী সহ ফুটবল ও ক্রিকেটে অনুশীলনকারী খেলোয়াড়রা।