সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২১:০৪

বিএনপি মহাসচিবের শোক

মাহবুব আলম লাভল

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু প্রেরিত বার্তায় এ তথ্য জানা যায়।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের মৃত্যুতে তাঁর পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এঁর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী অ্যাড. ফজলুল হক সরকার হান্নান চাঁদপুর জেলা ও মতলব (উত্তর) উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। '৭১- এর স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্যে তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। জনপ্রতিনিধি হিসেবেও তিনি এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিভিন্ন নেতার শোক

অ্যাড. ফজলুর হক সরকার (হান্নান)-এর মৃত্যু তে শোক

জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাসহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়