সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ
প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে শোক র‌্যালীটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজলি নিবেদন শেষে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাছ বেপারীর সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সহিদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, পৌর আওয়ামী লীগ নেতা শ্রীকৃষ্ণ দাস, রসু মিয়া, রাধাকৃষ্ণ মাঝি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাাতির পিতাকে হত্যার ষড়যন্ত্র যারা করেছিলো, তাদের সকলকেই আমরা চিনি ও জানি। তারা বারংবার এদেশের স্বাধীনতা, অর্থনীতি এবং ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত হানতে চেয়েছে। ১৫ আগস্ট তারা শুধু জাতির পিতাকে হত্যা করে নি, তারা বঙ্গবন্ধু পরিবারের ১৮জন সদস্যকে হত্যা করেছে। ঘাতকরা প্রকাশ্যে নিজেদের হত্যার কথা স্বীকার করলেও বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় লাভবানরা তাদের পুরস্কৃত করেছে। তাই সময় এসেছে এদের বিষদাঁত ভেঙ্গে ফেলার। নচেৎ তারা আবারো ছোবল হানার চেষ্টা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়