বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজ
প্রেস বিজ্ঞপ্তি ॥

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। সকাল ৯টায় চাঁদপুর-৩ আসনের মাটি ও গণমানুষের নেত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে নয়টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ফেসবুকের মাধ্যমে পুষ্পস্তবক অর্পণের দৃশ্যটি সরাসরি সম্প্রচার করা হয়। সকাল ৯টা ৩৫ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক র‌্যালি বের করা হয়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে গত ১৪ আগস্ট সকাল দশটা থেকে কলেজের উদ্যোগে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় কলেজ শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর কলেজ কেন্দ্রীয় মসজিদ ও হোস্টেল মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মোনাজাত ও তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়