সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

ইউনিয়ন পরিষদের আধুনিক তথ্যপ্রযুক্তিগত সেবাগুলো কী কী?
তথ্য-প্রযুক্তি কণ্ঠ ডেস্ক ॥

ইন্টারনেটের মাধ্যমে তথ্য (অনলাইন) : ইউআইএসসিতে ইন্টারনেট সংযোগ। যার মাধ্যমে ইউনিয়নের যে কোনো ব্যক্তি সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। দেশি ও বিদেশি বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রয়োজন অনুযায়ী যে কোনো তথ্য এর মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব।

অফলাইন তথ্যভাণ্ডার : ইন্টারনেটের বাইরে এক বিশাল তথ্যভাণ্ডার ইউআইএসসি। এই (অফলাইন) তথ্যভাণ্ডারে জীবিকাভিত্তিক বিভিন্ন তথ্যসেবা; যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার, বিভিন্ন সরকারি ফরম প্রভৃতি।

বাণিজ্যিক সেবা (১) : ইউআইএসসিতে সুলভ মূল্যে বাণিজ্যিক সেবা পাওয়া যাবে; যেমন ই-মেইল পাঠানো, ইন্টারনেট ব্রাউজিং করা, কম্পিউটার কম্পোজ করা, প্রিন্টিং করা, ফটো তোলা (কালার), স্ক্যানিং করা, মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া নেয়া প্রভৃতি।

বাণিজ্যিক সেবা (২) : ইউআইএসসিতে সুলভমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা। দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ হবে সহজ, সুলভ ও স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন আয় বৃদ্ধিমূলক উদ্যোগের ওপর; যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি, বিভিন্ন শিল্প উপকরণ তৈরি (যেমন মোমবাতি), টেইলারিং, বৈদ্যুতিক উপকরণ মেরামত, জৈব সার উৎপাদন প্রভৃতি।

পরামর্শ সেবা : ইউনিয়ন পরিষদ ইউআইএসসি থেকে যাতে করে সরকারি কর্মকর্তাদের (যেমন কৃষি, স্বাস্থ্য প্রভৃতি) নিয়মিত পরামর্শ সেবা পাওয়া যায় তা নিশ্চিত করবে। পরামর্শ সেবার মধ্যে থাকবে মাটি পরীক্ষা, সার, কীটনাশক, মাছ চাষ, স্বাস্থ্য, ভূমি রেজিস্ট্রেশন, আইন প্রভৃতি বিষয়ে পরামর্শ।

যে সকল বেসরকারি সংস্থা (এনজিও) ইউনিয়নভিত্তিক কাজ করে তারাও একইভাবে পরামর্শ সেবা প্রদান করবে। তথ্য ও সেবার মূল্য ইউআইএসসি অফলাইন তথ্যভান্ডারের সকল তথ্য বিনামূল্যে সরবরাহ করবে। তবে অফলাইনের কোনো তথ্য ও সেবা টেক্সট আকারে প্রিন্ট করে নিতে হলে তার জন্যে ইউআইএসসি কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। অনলাইনভিত্তিক সকল তথ্য ও সেবা মূল্য পরিশোধ করে সংগ্রহ করতে হবে। সকল বাণিজ্যিক সেবা ইউআইএসসি কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ করে সংগ্রহ করতে হবে। তবে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পরামর্শ সেবা বিনামূল্যে পাওয়া যাবে। তথ্যসূত্র : ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়