সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৩

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক
পাঠক ফোরামের কবিতা

মুহাম্মদ কাউছার আলম রবি ওরা মানুষ নয় উৎসর্গ : প্রিয় ফিলিস্তিনের মাজলুম ভাই-বোনদের।

বাতাসে বারুদের ঝাঁঝালো গন্ধ, যেদিকে চোখ যায় শুধু ধংশস্তূপ,

ওরা লাল রং ভালোবাসে,

তাই তো রক্তের বন্যায় হোলি খেলে,

ওরা মানুষ নয়Ñ

ওরা শিয়াল শকুন শ্বাপদ সংকুল।

ওরা সভ্যতার বড় দুশমন,

মুসলিম নিধনে ওরা নেমেছে নানা কৌশলে,

ব্যবহার করছে প্রযুক্তির সব রসদ,

ভঙ্গ করছে যুদ্ধ বন্ধের শত চুক্তি,

ওরা অমানুষ, নেই হুঁশ,

একত্ববাদের দোষে দোষী হয়ে শহিদ হচ্ছে শতপ্রাণ,

কোথায় আছো ওগো ওমর-আলী-ওসমান,

আজ মুসলমানের দুঃখে কাঁদছে ধরণী সমীর আসমান।

মহসিন আলম মুহিন

মোমের মতো প্রেম

মোমের মতো পুড়ে পুড়ে জ্বলে গলে শেষ,

এটাই কি প্রেম? জ্বালা জ্বালা নাই শান্তির লেশ।

দক্ষিণা পবন? কোথায় ফাগুন? কোকিল ডালে কই,

আনন কোথায়? কানন ফাঁকা! নাই কোথাও সই।

স্বপ্নভরা নয়ন দুটি ঢাকলো মেঘে যেন,

কালো মেঘে নিভলো আলো, জ্যোতিরা নেই কোনো।

কত আশা ভালোবাসা হারিয়ে গেছে সব,

আনন্দ শেষ! হেথায় এখন দুঃখের কলরব।

নিজে পুড়ে অন্যের ঘরে আলো জ্বালায় সদা,

মোমের মতো পুড়ে পুড়ে জমে হৃদয়ের শোকগাঁথা।

ক্ষুদীরাম দাস ফুটপাতের মানুষ

আমি বা আমরা ফুটপাতের মানুষ;

অনেকেই, কেউ কেউ!

আমি ফুটপাতের মানুষ

দৃষ্টি আমার ফুটপাতে,

আমি হাঁটি ফুটপাতে,

আমি কিনি ফুটপাতে,

আমি বেচি ফুটপাতে,

আমি খাই ফুটপাতে,

আমার হাসি-কান্না ফুটপাতে,

নোংরা ফুটপাত,

তবুও আমার জীবন; আমার সম্পদ।

ফুটপাতে প্রধান সড়ক দেখি;

জীবনের প্রধান ছায়ামাত্র।

ফুটপাত প্রতিবন্ধক দ্বারা পৃথক,

জীবনের ক্ষেত্রগুলোও তাই।

ফুটপাত দখল হয়,

ফুটপাতের মানুষও দখল;

মানুষের হাতে!

সজীব খান ধর্ষিতা মেয়ে

শ্বাস বন্ধ হয়ে আসছে

আমি যে দম নিতে পারছি না

কুকুরগুলো যেভাবে আমাকে জাপটে ধরেছে।

বেলা যায় বেলা আসে

আমি কি আর ফিরিতে পারব না

কানামাছি ভোঁ ভোঁ

যাকে পাবি তাকে ছোঁ

আমি কি তাহলে সেই ছোঁয়ার শিকার।

কত সুন্দর রঙিন পৃথিবী

ঘুরবো আনন্দ করবো উল্লাস করবো

কত স্বপ্ন ছিল বুকে মা।

নরপিশাচগুলোর যৌন লালসায়

আমার রঙিন পৃথিবী যে

অন্ধকার হয়ে আসছে।

আমি যে ধর্ষিতা

গণধর্ষণের শিকার

সমাজে কীভাবে বাঁচবে তোমার ধর্ষিতা মেয়ে।

স্বাধীন বাংলায়

আমি তো স্বাধীন নই

আইনের যাঁতাকলে

বেরিয়ে যাবে ধর্ষক

আমি তো ক্ষত দেহ নিয়ে

জ্বলবো তুষের দহনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়