প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
দেশ আজ একটি দুঃসময় অতিক্রম করছে এবং দেশে কোনো গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী। গত শনিবার বিকেলে বিশাল পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এমএ শুক্কুর পাটোয়ারী বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন হয়েছে কোনোটা বিনা ভোটে, কোনোটা মধ্যরাতের ভোটে। প্রকৃতপক্ষে এই সরকার জনগণের অধিকার সংরক্ষণ করার যোগ্যতা রাখে না। তাই আমরা এই সরকারকে মানি না। এই সরকার অবৈধ সরকার। আজকে ১৫ বছর যাবৎ এই সরকার বিএনপিকে ভাঙ্গার জন্যে, হাজার হাজার গায়েবি মামলা দিয়ে ধ্বংস করার জন্যে চেষ্টা করেছে। গায়েবি মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের বিএনপি আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।
সমাবেশে তিনি আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ আজ ঐক্যবদ্ধ। আপনাদের ভালোবাসা নিয়ে মতলব উত্তর-দক্ষিণের প্রত্যেকটি পাড়া-মহল্লায় ঘুরে খালেদা জিয়ার পক্ষে এবং বিএনপিকে সুসংগঠিত করতে কাজে করে যাচ্ছি। আমি দুই দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুই দুইবার আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কিন্তু ২০১৪ সালে আমার ফলাফলকে হাইজ্যাক করা হয়েছে। তাই এই বিনা ভোটের সরকারকে এদেশের জনগণ আর ক্ষমতায় চায় না।
গত শনিবার (১ জুলাই) বিকেল তিনটায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনকালীন দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আয়োজিত বিশাল পদযাত্রা ও সমাবেশে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুস শুক্কুর পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে উপরোল্লিখিত কথাগুলো বলেন।
এমএ শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিশাল পদযাত্রা ও সমাবেশ অংশ নেয় মতলব উত্তর-দক্ষিণ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল তিনটায় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার আশ্বিনপুর থেকে এই পদযাত্রা শুরু করে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কসহ নারায়ণপুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান প্রধান এবং উপস্থাপনা করেন জেলা যুবদলের সহ-সম্পাদক এম এ আজিজ ঢালী।