প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের স্বেচ্ছাসেবী ও শুভাকাক্সক্ষীদের নিয়ে পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
শনিবার (১ জুলাই) বিকেলে কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম রনির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন সেলিম, ১৪নং দক্ষিণ যুবলীগের সভাপতি মোঃ তুহিন রায়হান, কালির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক মোঃ করিম হোসেন এবং সাংবাদিক মোঃ জাকির হোসেন। এ সময় সকল সদস্যের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমরা সত্যিই অনেক আনন্দিত এতো সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। স্বপ্নছায়া সংগঠনটি তাদের প্রশংসনীয় কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়ে মানুষের মন জয় করতে পেরেছে। সমাজের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে টুকরো হাসি ফোটাতে সর্বদাই চেষ্টা করছে।
অনুষ্ঠানে একটি অসচ্ছল পরিবারের মেয়ের বিয়ের খরচ বাবদ নগদ দশ হাজার টাকা প্রদান করার পাশাপাশি সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল হাসান রুদ্র, নুরে আলম রিমন, তানভীর আহমেদ, মোঃ রাশেদ হোসেন, সাব্বির আহম্মেদ, মাহমুদ হাসান, মানিক মৃধা, মোঃ আল আমিন, মমিনুল ইসলাম, ফারুক হোসেন পারভেজ, মাইনুদ্দিন পাটোয়ারী, জাহিদ হোসেন, সানজিদ পাটোয়ারী, শাকিল হোসেন, শাহিদুল ইসলাম অপি, রাসেল আহমেদ, তানজির আহমেদ, বিপুল মৃধা, রুবেল চন্দ্র দাস, জাইসুল খাঁন, আফসার আহমেদ, খাদিজা আক্তারসহ অন্যরা।