শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘের ঈদ পুনর্মিলনী
শামীম হাসাান ॥

ফরিদগঞ্জে প্রেরণা সামাজিক সংঘের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ জুলাই) ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আমিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য বিল্লাল হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস। তিনি বলেন, প্রকৃত সমাজকর্মীরাই সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যায়। সমাজকর্মীরা যে কোনো পেশার হতে পারে, এমনকি সে হতে পারে একজন কৃষক। আগামী দিনগুলোতে যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্যে প্রেরণা সামাজিক সংঘ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃতী সন্তান লক্ষ্মীপুর কাজী ফারুকী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মিজান বেপারী, তুহিন বেপারী এবং আল আমিন সহ সংগঠনের অন্য সদস্যরা। পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য রবিন হাছান ফরহাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়