শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর পৌরসভার গণটিকার প্রথম ডোজ সম্পন্ন ॥ টিকা পেলেন ৩ হাজার পৌরবাসী
বিমল চৌধুরী ॥

চাঁদপুর পৌরসভার গণটিকার প্রথম ডোজ সম্পন্ন হয়েছে। টিকা পেলেন ৩ হাজার পৌরবাসী। বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় সরকার সারাদেশে বিনামূল্যে ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রম শুরু করে গত ৭ ফেব্রুয়ারি। প্রথমদিকে এই ভ্যাকসিন গ্রহণে মানুষের কিছুটা অনীহা দেখা গেলেও পরবর্তী সময় মানুষ এই ভ্যাকসিন গ্রহণে আগ্রহী হয়ে পড়েন। তারা বুঝতে পারেন ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা। দিন দিন করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভ্যাকসিন গ্রহণে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। ফলে সরকার কোনোরকম রেজিস্ট্রেশন ছাড়াই গণটিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত নেয়া হয় বিনামূল্যে পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডের মানুষের মাঝে এই করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করার। সেই মোতাবেক চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল পৌর স্বাস্থ্যকর্মী দ্বারা জেলা সিভিল সার্জনের সহায়তায় চাঁদপুর পৌরসভার ওয়ার্ডগুলোতে এই গণটিকা গ্রহণের ব্যবস্থা করেন।

সরকার ঘোষিত তারিখ অনুযায়ী গত ৭ আগস্ট সারাদেশের ন্যায় চাঁদপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হয়। করোনার ভ্যাকসিন গ্রহণ করার সুযোগ পান পৌর এলাকার পঁচিশোর্ধ্ব ২৪শ’ নারী-পুরুষ। বাকি থেকে যায় পৌরসভার ৩টি ওয়ার্ড। অবশেষে পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের আন্তরিক প্রচেষ্টায় বাকি ৩টি ওয়ার্ডের মানুষও এই টিকা গ্রহণের সুযোগ লাভ করেন।

পৌরসভার স্যানিটারী ইন্সেপেক্টর মোঃ হানিফ গাজী জানান, পৌর মেয়রের নির্দেশে ৯ আগস্ট চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট স্কুল, গুণরাজদী দাখিল মাদ্রাসা ও পুরাণবাজার রঘুনাথপুর এলাকার ৩টি কেন্দ্রে ২শ’ করে ৬শ’ গণটিকা দেয়া হয়। এর ফলে চাঁদপুর পৌর এলাকার মোট ৩হাজার লোক করোনা প্রতিষেধক ভ্যাকসিন লাভ করেন। এভাবে ২ দিনে সম্পন্ন হয় চাঁদপুর পৌরসভার গণটিকার প্রথম ডোজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়