সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জ বাজারের বালুর মাঠের মাছ ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালুর মাঠের অস্থায়ী মাছ বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে তারা এ মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য রাখেন বালুর মাঠের মাছ ব্যবসায়ী মনির হোসেন, নেকবর ও জহির বেপারী। তারা বলেন, আমরা যারা এখানে ব্যবসা করছি, সবাই ঋণগ্রস্ত। ঈদের আগে এই বাজারটি উচ্ছেদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি। যেন মানবিক দিক বিবেচনা করে আমাদের প্রতি সুদৃষ্টি দেন।

মানববন্ধনে মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন, খোকন, হান্নান, কালা, রাজন, সাইফুল ইসলাম, রহিম বেপারী, আলামিন ও কুদ্দুস বেপারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে হাজীগঞ্জ বাজারস্থ দুটি স্থায়ী মাছ বাজারের ব্যবসায়ীদের অনুরোধে বালুর মাঠের অস্থায়ী মাছ বাজারটির ইজারা বাতিল করে পৌর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়