প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২১:৫০
রামপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সম্মেলন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে কামরাঙ্গা হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সম্মলেনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী হারুনুর রশিদ উসমানী। তিনি বলেন, এদেশের মানুষ জামায়াত ইসলামীকে গ্রহণ করে নিয়েছে। জনগণ বিশ্বাস করে, জামায়াতে ইসলামী শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন করতে পারবে। বিগত সরকারের সকল অপপ্রচার, জুলুম, নির্যাতন, সকল ভয়-ভীতি জামায়াতে ইসলামীকে দাবিয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও কোনো জালিমের জুলুম কিংবা রক্তচক্ষুকে জামায়াতে ইসলামী ভয় করেনি, করবে না ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহকে ভয় করে এবং করবে। এ সময় তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং রামপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং রামপুর ইউনিয়ন শাখার আমির কারা নির্যাতিত নেতা মাওলানা হোসাইন শহীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকিলা ইউনিয়ন শাখার আমির মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমির মু. নাছির উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মাওলানা ইব্রাহীম মিয়াজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড কামরাঙ্গা শাখার বায়তুল মাল সম্পাদক ইউনুস মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড মনিহার শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের অফিসার মাওলানা জসিম উদ্দিন, চাঁদপুর পুরাণ বাজার ওচমানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. ইলিয়াছ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং রামপুর ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক সিয়াম খান, ইসলামী ছাত্রশিবির শাহতলী অঞ্চলের সভাপতি কাউছার ইবনে হোসাইন, ইসলামী ছাত্রশিবির ২নং বাকিলা ইউনিয়ন সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম।
সম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জুবাইর আহমেদ ইকরাম ও ডা. মাওলানা আবু নাইম। এছাড়াও 'আগেই ভালো ছিলাম' নামে একটি মঞ্চ নাটক পরিবেশন করেন নাহিদ।কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন ।