রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৪৩

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর-এর পক্ষ থেকে হাজীগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশি মূল্যে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে সব মিলিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর ২০২৪) এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর হোসেন।

এদিন হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিভিন্ন দোকান, বেকারি, কনফেকশনারি, ফিড, চাল ও আলুর আড়ত, বীজ ও সার দোকান এবং ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ উপায়ে সার এনে সরকারি মূল্য অপেক্ষা বেশি দামে বিক্রির অপরাধে মেসার্স জামাল ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ বাজারস্থ শাহমিরান ফার্মেসিকে একই আইনে নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় উপস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা এবং উপস্থিত জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে আইনের গুরুত্বপূর্ণ বেশ ক'টি দিক অবহিত করেন মো. নূর হোসেন।

অভিযানকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স ও অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়