সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২১:৫২

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের মধ্যে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের মধ্যে মতবিনিময়

বাংলাদেশে চক্ষু চিকিৎসায় সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বিদেশি সাহায্য সংস্থা- অরবিস ইন্টারন্যাশনাল, ইউএসএ-এর সাথে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিবারণযোগ্য অন্ধত্ব নিরসনে প্রকল্প কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে গত ২০ নভেম্বর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও, ঢাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডেরেক হডকি, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদসহ ন্যাশনাল আই কেয়ার ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মধ্যে ভবিষ্যৎ প্রকল্প বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন অবৈতনিক সাধারণ সম্পাদক এম.এ. মাসুদ ভূঁইয়া এবং হাসপাতালের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড এডমিন) শামীম খান। মতবিনিময় সভায় হাসপাতালে বিগত সময়ে বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রকল্প প্রণয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় হাসপাতালের বর্তমান প্রকল্প ব্যবস্থাপনা, কার্যপরিধি, চিকিৎসা সেবার ধরণ এবং সেবার মান বিষয়ে সন্তোষ প্রকাশ করেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ডেরেক হডকি। অবৈতনিক সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূঁইয়া হাসপাতালের পক্ষ থেকে অরবিস ইন্টারন্যাশনাল ইউএসএ’র প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়