রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৪১

বাগাদী চৌরাস্তায় মাদক ব্যবসা জমজমাট

নিজস্ব সংবাদদাতা
বাগাদী চৌরাস্তায় মাদক ব্যবসা জমজমাট

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। মাদকের চিহ্নিত সিন্ডিকেট এই মাদক ব্যবসা করে যাচ্ছে। চাঁদপুর শহর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এখানে আসে মাদকদ্রব্য সংগ্রহের জন্যে। মাদক বিক্রেতাদের নির্দিষ্ট কিছু আস্তানা রয়েছে। সেখানে তাদের মাদক বেচাকেনা হয়ে থাকে।

বাগাদী চৌরাস্তা চাঁদপুর শহরতলীর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানসহ মার্কেটও রয়েছে। এই চৌরাস্তা বাজারের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এখানে জনসমাগম থাকে সবসময়। এদিকে এই চৌরাস্তা বাজারকে ঘিরে এক শ্রেণির পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের তৎপরতা লক্ষ্য করা যায়। চৌরাস্তা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পেলেও এদেরকে দমন করার জন্যে কেউ এগিয়ে আসছে না। মাদকের সাথে জড়িতদের স্থানীয় অনেকে চিনলেও ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মধ্যে এখন কিছু উঠতি বয়সী যুবক জড়িয়ে পড়েছে।

মাদক সেবন ও বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনাও ঘটেছে। পরে এ মারামারি বড়ো আকারে রূপ নিয়ে থাকে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন কিছু ব্যক্তি বলেন, মাদক সেবন ও বিক্রি নিয়ে মাদকসেবী ও বিক্রেতাদের মধ্যে প্রায় ঝগড়া হয়ে থাকে। অনেক সময় মারামারির ঘটনা ঘটে। এরা প্রভাবশালী একটি চক্র। চৌরাস্তা এলাকা থেকে মাদক বিক্রি ও সেবন বন্ধ করতে হলে প্রশাসন অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় নেয়া জরুরি। না হলে এখানে মাদক ভয়াল রূপ ধারণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়