শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২১:০৮

হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রকে পুলিশ হস্তান্তর করলো তার স্বজনের কাছে

গোলাম মোস্তফা
হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রকে পুলিশ হস্তান্তর করলো তার স্বজনের কাছে

শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার মালতকান্দি গ্রাম থেকে হারিয়ে যাওয়া শিশুকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মালতকান্দি গ্রামের বাসিন্দা ওমর আলী মুন্নার মাদ্রাসাপড়ুয়া ছেলে মোঃ হাসান (১০) কোনো এক লঞ্চে উঠে পড়ে। লঞ্চটি সখিপুর ঘাট থেকে ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং ছেলেটি কান্নাকাটি শুরু করে। এ সময় লঞ্চে থাকা চাঁদপুর শহরের পুরাণবাজারের জনৈক পলক (২৩), পিতা-সুনীল ও লক্ষ্মীপুর গ্রামের আকরাম হোসেন (২২), পিতা-মামুন হোসেন ছেলেটিকে আশ্বস্ত করেন যে, তাকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেবেন। পরে লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছার পর ছেলেটিকে তারা চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসেন। তারা থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়াকে পুরো ঘটনা বলেন। ওসি ছেলেটির সাথে কথা বলে তার ঠিকানা ও সবকিছু জানেন। এ অবস্থায় থানার ওসির কাছে ব্যক্তিগত কাজে আসেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল গাজী বাহার। ওসি ছেলেটির বিষয়ে ফয়সাল গাজী বাহারকে অবহিত করলে তিনি ছেলের দেয়া তথ্য অনুযায়ী ছেলেটিকে সঠিকভাবে অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে ছেলেটির অভিভাবক ও সে যে মাদ্রাসায় পড়াশোনা করে সেই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ছেলেটির স্বজন চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকার বাসিন্দা শাহাদাত বেপারীর নিকট তাকে হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়