সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

ভালো ফলাফলের সাথে ভালো মানুষও হতে হবে
অনলাইন ডেস্ক

‘আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে, ভালো জায়গায় ভর্তি হয়, ভালো চাকরিও পায়। কিন্তু জাতির উন্নতিতে প্রয়োজন ভালো মানুষের। ভালো মানুষরাই দেশপ্রেমিক হয়, সমাজে জনহিতৈষী হিসেবে কাজ করে। সুন্দর সমাজ বিনির্মাণে ভালো মানুষদের ভূমিকা থাকে মুখ্য। তাই মেধাবী ছাত্রের পাশাপাশি সবাইকে ভালো মানুষ হতে হবে। ভালো শিক্ষা, ভালো ফলাফল অর্জনের সাথে সাথে ভালো মানুষও হতে হবে। আদর্শ একাডেমী ফরিদগঞ্জের শিক্ষার্থীরা সে ঘাটতি পূরণে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’ আদর্শ একাডেমি ফরিদগঞ্জের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠানে কথাগুলো বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ।

১৬ এপ্রিল রোববার দুপুরে আদর্শ একাডেমির হলরুমে দোয়া ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান। সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান, ইসলামী ট্টাস্ট ফরিদগঞ্জের নির্বাহী সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আদর্শ একাডেমি ফরিদগঞ্জের পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু তাহের তালুকদার ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাবিবুর রহমান খান। দোয়াপূর্ব আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হারুন আর রশিদ।

এরপর নতুন কারিকুলামের ওপর ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথি ও সকল শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়