শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ০০:০০

চেয়ারম্যান ঘাট মসজিদে ৪১ বার কোরআন খতম ও ১৩ বার খতমে ইউনুছের আমল
স্টাফ রিপোর্টার ॥

করোনা মহামারী থেকে রক্ষা পেতে চাঁদপুর ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যান ঘাট বায়তুল আমান জামে মসজিদে কোরআন খতম ও খতমে ইউনুসের আমল হয়েছে। এ উপলক্ষে ৬ আগস্ট বাদ জুমা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, ইমাম সাহেবের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে আমরা মুসুল্লিরা যারা পারি তারা কোরআন শরীফ পড়েছি। আর বাকি অন্যরা খতমে ইউনুছের আমল করেছেন। পরে মসজিদের ইমাম সাহেব জুমার নামাজ শেষে করোনা থেকে মুক্তি পেতে এবং বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা পেতে দোয়া-মোনাজাত করেন।

এ বিষয়ে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার বলেন, মুসুল্লিরা কয়েকদিন ধরে ৪১ বার পবিত্র কোরআন খতম করেছেন এবং ১৩ বার খতমে ইউনুছের আমল করেছেন। পরে মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে মহামারী থেকে রক্ষা পেতে আকুতি জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়