প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মতলব বাজার ও নারায়ণপুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ২৭ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা হকের নেতৃত্বে ১২জনকে ২৭ হাজার ৫শ’ ৩০ টাকা জরিমানা করা হয়। ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাজারের বেশ ক’টি দোকানে বাজার কমিটির মাধ্যমে তালা দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ২৭ হাজার ৫শ’ ৩০ টাকা জরিমানা করা হয়েছে।
একাধিকবার সতর্ক করা সত্ত্বেও মতলব বাজারে যে সকল কাপড় ব্যবসায়ী ও টেইলর দোকান খোলে তাদের মধ্যে ৫জনকে পুলিশ গ্রেফতার করেছে। মুচলেকা গ্রহণ করে বাজার কমিটির জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান খুললেই গ্রেফতার, জরিমানা ও দোকানে তালা দেয়া হবে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। মাস্ক পরুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।