সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

১১২ বছর বয়সী চাঁনবক্স পাটওয়ারী আর বেঁচে নেই
মোঃ আবদুর রহমান গাজী ॥

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মধ্য মেনাপুর গ্রামের মোঃ চাঁনবক্স পাটওয়ারী আর বেঁচে নেই। তিনি ২৬ জুলাই সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৯ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মধ্য মেনাপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে ওই বাড়িতে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী ভিড় জমায়।

মধ্য মেনাপুর বায়তুল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আলমগীর হোসেন জানান, চাঁনবক্স পাটওয়ারী বয়স্ক হওয়ায় বিভিন্ন গ্রামের তরুণ বয়সীরা তাকে প্রায় সময় দেখতে আসতেন। তার সাথে অনেক বিষয়ে খোশ গল্প করতেন। তিনি আমাদের সাথে ঈদের নামাজ পড়েছেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। এতো বয়স্ক লোককে নিয়মিত জামাতে নামাজ পড়তে আমি দেখি নাই। কিন্তু তিনি নিয়মিত আসতেন।

মরহুমের নাতি ও পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ কাউছার আলম পাটওয়ারী জানান, দাদার এনআইডির হিসাব মতে ১৯০৯ সালের ৮ মার্চে তাঁর জন্ম। তিনি সোমবার দুপুরে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওই দিন সন্ধ্যায় (বাদ মাগরিব) মধ্য মেনাপুর আল আকসা জামে মসজিদ ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে ও মধ্য মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক (সাবেক) মাওঃ মোঃ শহীদ উল্যাহ পাটওয়ারী। জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়