প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন সাংবাদিক আল-আমিন ভূঁইয়া। গত বৃহস্পতিবার সকালে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজধানীর শাহজাদপুর ক্যামব্রিয়ান কলেজের সামনে। এ বিষয়ে এই সাংবাদিক গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ভূঁইয়া বাড়ির সন্তান। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র রিপোর্টার ছিলেন।
আলআমিন ভূঁইয়া চাঁদপুর কণ্ঠকে জানান, তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেলে করে (ঢাকা মেট্টো হ-৫৮-০৬৬৩) পত্রিকার কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির অজ্ঞাত এক মোটরসাইকেল চালক তাকে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করাকালে সেই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপরেই স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে বাড্ডার আদর্শ নগরের মেডিলিংক হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আল-আমিনের মোটরসাইকেলটির মারাত্মক ক্ষতি হয়।
এ ব্যাপারে আল-আমিন ভূঁইয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ১৫৩২, তারিখ ২২/৭/২১ খ্রিঃ।
এ ব্যাপারে গুলশান থানার সাব-ইন্সপেক্টর আলমগীর জানান, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। ঘাতককে আটক করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।