রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

শিক্ষক আমি
অনলাইন ডেস্ক

(আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক বন্ধুদের প্রতি দুটি কথা। আমরা জানি আমরা নবী নই কিন্তু নবীর চেয়ারে বসে সে মহান দায়িত্ব পালন করে যাচ্ছি। শিক্ষকতা পেশাকে যারা শুধু চাকুরি মনে করেন তারা শিক্ষকের মর্যাদা পাওয়ার অযোগ্য। তাই এ পেশাকে ইবাদত মনে করে যথাযথ ভূমিকা পালন করাই হবে শিক্ষকের দায়িত্ব। আল্লাহ আমাদের এ বিষয়টি উপলব্ধি করার তাওফিক দান করুন।)

শিক্ষক আমি, সবার উপরে আমার স্থান

নবী নই, নবীর চেয়ারে আমার অবস্থান।

শিক্ষক ছিলেন প্রিয় নবী, সকল পয়গাম্বর

ফারুক, উসমান, হায়দর, আবু বকর।

আবু হানীফা, মালেক, শাফেয়ী, আহমদ

বুখারী, মুসলিম, গাজ্জালী, শায়খে আকবর।

জিলানী, গরীবে নওয়াজ, আরো নকশেবন্দ

সিরহিন্দের মুজাদ্দেদ শেখ আহমদ।

ইবনু সিনা, ইবনু রুশদ, যাকারিয়া রাযী

খৈয়াম, হাফেজ, রুমী, সাদী

আব্দুল হক, ওয়ালিউল্লাহ, আব্দুল আজীজ দেহলবী

আমীম এহসান, শাহ নেছার আরো ফুলতুলী।

হতে হবে দক্ষ, বচন হবে প্রাণবন্ত

নির্ভুল হবে তথ্য, নির্মল হবে চরিত্র।

আমার আচরণে, আমার হাসিমুখে

ছাত্র হবে আপ্লুত, মানুষ হওয়ার অভিমুখে

ছাত্র আমার ছেলের মতো, ছাত্রী আমার মা

মানুষ করতে তাকে আমার সকল সাধনা।

আমার সোহবতে হবে আলেম, সাধক, মহাজ্ঞানী

আদর্শ শিক্ষক, গবেষক, ডাক্তার, হবে বিজ্ঞানী।

রাষ্ট্রনায়ক, রাজনৈতিক হবে সে ইমাম

শিক্ষক আমি খেদমত আমার চির অম্লান।

রচনাকাল : ৫ অক্টোবর ২০২১

লেখক : অধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা ও সভাপতি, ইসলামি উন্নয়ন আন্দোলন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়