প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গান হচ্ছে আত্মার খোরাক। মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিত্ত বিনোদন অন্যতম। বাউল বা বিচার গানে আল্লাহ নবী রাসুল, তরিকা ও ওলি-আউলিয়াদের গুণগান করা হয়। বাউল গান, বিচার গান কিংবা পালা গান যা-ই বলি না কেন, এসব থেকে আমাদের অনেক ভালো কিছু শেখার আছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সূফী দরবারের সাধু শাহজাহান শাহ্-এর ৩য় ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান এ কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ দিন করোনা মহামারির কারণে মানুষ নিশ্চুপ ছিলেন। আজ এ গানের আয়োজন করায় মানুষ কিছুটা হলেও আনন্দ উদ্যাপন করতে পারবে।
বাংলাদেশ বাউল সমিতির সভাপতি, সাদুল্লাপুর সূফী দরবারের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুসের সভাপতিত্বে এবং সূফী দরবারের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও এখলাছপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিএম ফারুক, আওয়ামী লীগ নেতা বাগানবাড়ি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি মোজাম্মেল হক, ইলিয়াছ মিয়াজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, যুবলীগ নেতা জিকে ফয়সাল, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন মেম্বার, অর্থ বিষয়ক সম্পাদক আতিক উল্লাহ, সমাজসেবক মানিক সরদার, স্বপন ভান্ডারী, আবুল কাশেম, মোরশেদ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে বাউল গান পরিবেশিত হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সাদুল্লাপুর সূফী দরবারের প্রতিষ্ঠাতা সদস্য, সিকোটেক্সের কর্নধার, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব এবিএম নাসির উদ্দিন সরকার।