রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা মহিলা ক্রীড়াসংস্থা

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা মহিলা ক্রীড়াসংস্থা

চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসন, চাঁদপুরের সহযোগিতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটার সময় চাঁদপুর স্টেডিয়ামে নারীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পত্নী আছমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার পত্নী নূরজাহান ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী নউশিন তাবাসসুম রাকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সহধর্মিণী তানিয়া আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সহধর্মিণী রাবেয়া আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-এর সহধর্মিণী, সহকারী কমিশনার রেশমা আক্তার, স্কাউটস, চাঁদপুর-এর সহকারী পরিচালক পূরবী সরকারসহ অন্যরা।

উক্ত অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁদপুর-এর উপ-পরিচালক নাছিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুরের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়