সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩১

বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের আয়োজন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন সমাপ্ত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন সমাপ্ত
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত 'বিশ্ব শান্তির জন্য শিক্ষা' শীর্ষক দুদিনব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩য় আন্তর্জাতক শিক্ষা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম মাহবুব-উল হক মজুমদার।

বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে দু’দিনব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৩য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। 'বিশ্ব শান্তির জন্য শিক্ষা' শিরোনামে অনুষ্ঠিত এই শিক্ষা সম্মেলন রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সমাপ্ত হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম মাহবুব-উল হক মজুমদার। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মোস্তাকিমা ইসলাম মীম, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব খলিলুর রহমান, মো. গিয়াস উদ্দিন ইমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এসএম মাহবুব-উল হক মজুমদার বলেন, শিক্ষা ব্যবস্থায় চতুর্থ শিল্প বিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মিলিত প্রয়োগে প্রয়োজন আমূল পরিবর্তন। সেই সাথে প্রয়োজন সৎ শিক্ষা অনুরাগী। মানসিকতার পরিবর্তন না হলে কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। আমি নিরাশাবাদী, তবে আপনারা নিরাশ হবেন না। আপনাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে আমি সেই

প্রত্যাশাই করছি।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন এবং স্মার্ট জেনারেশন তৈরি করতে হবে। শুধু স্মার্ট ফোন হাতে নিলেই স্মার্ট জেনারেশন হবে না। তাকে মন মানসিকতায় স্মার্ট হওয়ার জন্যে গ্লোবাল সিটিজেন হতে হবে। গ্লোবাল সিটিজেন হতে হলে ভেল্যু সিস্টেমের জায়গায় টলারেন্সের ন্যায় একটা মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নানা মানের কোয়ালিফিকেশন্স এবং প্রফেশনাল সার্টিফিকেশন্সের ক্ষেত্রে আমরা এখনো প্রতিবেশী অনেক দেশের তুলনায় পিছিয়ে আছি। তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা আমাদের ও নিজেদের অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা কাজে লাগিয়ে সেগুলো অর্জন করতে পারি।

প্রফেসর এসএম মাহাবুব-উল হক বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবনকে অনুঘটক মনে করেছে এবং এর একাডেমিক সিস্টেমের সম্পূর্ণ ডিজিটাল রূপান্তর নিশ্চিত করেছে। আমরা আধুনিক ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি হিসেবে বিকাশের জন্যে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। অ্যাক্সেস এবং ইক্যুইটির প্রতি নিষ্ঠার সাথে কাজ করছি এবং উল্লেখযোগ্যভাবে শিক্ষাদান, শেখার, গবেষণার মান এবং জাতীয় ও আঞ্চলিক আর্থ-সামাজিক চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে 'ডোয়ার্স এবং লিডার' বিকাশের ওপর সর্বোচ্চ মনোযোগ নিবদ্ধ করছে। যারা এ গ্রহের জন্যে একটি টেকসই বর্তমান এবং প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করার জন্যে উদ্ভাবন এবং সমাজের জন্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

অনুষ্ঠানে এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলার 'সময়ের সাথে' অনুষ্ঠান পরিচালক মো. খলিলুর রহমান বলেন, আমরা শিক্ষায় কারো আগ্রহ দেখি না। মিডিয়ায়ও শিক্ষার খবর গুরুত্ব পায় না। শিক্ষার প্রতি সর্বমহলের অবহেলা চরমে। এমনকি শিক্ষার সাথে যারা জড়িত তারাও শিক্ষাকে ভালোবাসে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়